Friday, November 6, 2015

বিরতিহীন অনশনের পনের বছর


AFSPA- Armed Forces Special Powers Act-1958 (সেনা বাহিনীর বিশেষ ক্ষমতা আইন ১৯৫৮)।
এই আইনের অধীনে কোন পরোয়ানা ছাড়াই গ্রেফতার এবং গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছে ভারতীয় সেনা বাহিনীকে। কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতের যেসব রাজ্যে এই আইনটি কার্যকর রয়েছে সেখানকার মানুষ এর বিরোধীতা করছে শুরু থেকেই। বিশেষ করে মণিপুরের ‘লৌহমানবী’ খ্যাত ইরম চানু শর্মিলা ২০০০ সালের ২ নভেম্বর থেকে অর্থাৎ ১৫ বছর ধরে এই আইন প্রত্যাহারের দাবিতে অনশন করছেন।



প্রতিবাদের প্রতীক ইরম  চানু শর্মিলা




No comments:

Post a Comment