Monday, January 4, 2016

পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির সুবিধা নিচ্ছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা- মানিক সরকার

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার
এখনও বাংলাদেশের ভেতরে বিদ্যমান রয়েছে ভারতীয় সন্ত্রাসীদের ক্যাম্প। এ অভিযোগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, আমরা জানি যে, এখনও প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গিদের (মিলিট্যান্টস) ১৬ থেকে ১৯টি ক্যাম্প রয়েছে। তবে বাংলাদেশের বর্তমান সরকার সেখানে এদেরকে উৎসাহিত করে না। উল্টো তারা পদক্ষেপ নিচ্ছে, যাতে এসব সন্ত্রাসী বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। এতে বলা হয়, আগরতলায় গতকাল (৩ জানুয়ারি ২০১৬) এ বছরের পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন মানিক সরকার। এখানে তিনি আরও বলেন, সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে
বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির সুবিধা নিচ্ছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা। আমরা এটাও বলতে পারি না যে, আমাদের রাজ্য থেকে বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গিদের পুরোপুরি নির্মূল করে দিতে সফল হয়েছি। এর কারণ, এখনও আমাদের রাজ্যে রয়েছে কিছু গোপন আস্তানা। মাঝে মাঝে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর চাপের কারণে এসব বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গিরা অস্থায়ীভাবে তাদের আস্তানা সরিয়ে নেয়। নিরাপত্তা রক্ষীরা সরে গেলে তারা আবার ফিরে যায় আগের অবস্থানে। এই লুকানো ও তাদেরকে ধরার চেষ্টা চলছেই। এ বিষয়টিতে আমরা অবগত। তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড এখন সারা বিশ্বে বাড়ছে। তারা অনেক জাতিকে টার্গেটে পরিণত করেছে। এর সর্বশেষটা দেখা গেছে প্যারিসে। এখন এই গোষ্ঠী সারা ভারতে ছড়িয়ে পড়ার চেষ্টা করছে। আমাদের রাজ্যে এ তৎপরতায় জড়িত কিছু যুবক, যাদেরকে সন্ত্রাসের ভুলপথে পরিচালিত করা হয়েছে। এ বিষয়ে আমাদের নজরদারি করতে হবে। একই সময়ে আমরা জানি যে, এই সন্ত্রাসী গ্রুপগুলো শান্তি, উন্নয়ন ও এ রাজ্যের ঐক্য নষ্ট করতে পারবে না। এ জন্য নিরাপত্তা রক্ষাকারীদের আরও সজাগ হতে হবে।

উৎস : মানবজমিন ডেস্ক | ৪ জানুয়ারি ২০১৬, সোমবার, ১১:৩৩

1 comment:

  1. WOW, Love this post that you shared. Do you know Joy News BD helps you for finding any important News like all district news, customs news - import and export, business news, share bazar news, exclusive feature news, special news. You get this this information with in a secound when the things happen. Right now JoynewsBD covers whole Bangladesh from the latest chittagong news to Chittagong city news
    Chittagong port news
    Chittagong hill news
    Coxsbazar news
    Bangladesh customs news
    Bangladesh business news
    Bangladesh share bazar news

    ReplyDelete