স্টাফ রিপোর্টার:
রাঙামাটির ক্রিড়া অঙ্গনে সেনাবাহিনী বিরাট ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। তাই পার্বত্যাঞ্চলের মানুষের মধ্যে হতাশা বঞ্চনা রয়েছে। তবে চুক্তি বাস্তবায়নের হতাশা ক্রিড়া অঙ্গনে পরতে দেওয়া যাবে না।(৯ জানুয়ারি ২০১৬) শনিবার বিকাল ৩টায় রাঙামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় চিংহ্লা মং চৌধূরী মারী স্টেডিয়ামে আয়োজিত রিজিয়ন কাপ বিজয় দিবস টি-২০ উন্মক্ত ক্রিকেট টুর্ণামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলে সার্বিক পরিস্থিতি প্রতিষ্ঠা না হলেও ক্রিড়া ক্ষেত্রে এ অঞ্চল অনেক এগিয়ে। আজকে সেনা রিজিয়ন ও জোন নেতৃত্বে যে রিজিয়ন কাপ বিজয় দিবস টুর্নামেন্ট হয়ে গেলো তা সত্যি প্রশংসনীয়। ক্রিড়া ক্ষেত্রে সেনাবাহিনীর এ উদ্যোগ নতুন প্রজন্মকে যেমন উদ্বুদ্ধ করবে, তেমনি প্রতিভা গড়ে তোলার সহায়তা করবে। তিনি যুব সমাজকে ক্রিড়ার সঙ্গে সম্পৃক্ত করতে সরকারি-বেসরকারি নেতৃত্ব গড়ে তুলার আহবান জানান।
রাঙামাটি ক্রিকেট উপ-পরিষদের সহ-সভাপতি মো. আবু সাদাৎ সায়েমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মো. সানাউল হক পিএসসি, জেলা প্রশাসক সামসুল আরেফিন, জোন কমান্ডার লে. কর্ণেল মো. সামসুদ্দিন মালিক সামস, অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ, জিটু আই খান মো. তসলিম, জেলা ক্রিড়া সংস্থার সাধরাণ সম্পাদক বরুন দেওয়ান প্রমূখ।
রাঙামাটি রিজিয়ন কাপ টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের প্রতিভা ক্রিকেট ক্লাবকে ৭ ইউকেটে পরাজিত করে প্রথম বারের মতো চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ক্রিকেট ক্লাব।
খেলার শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রতিভা ক্রিকেট ক্লাব সব কয়টি উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ক্রিকেট ক্লাব ১৬ ওভার ২ বলে ৩ ইউকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। টুর্নামেন্টে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় জুয়েল দাশ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।
উৎস : পার্বত্যনিউজ, প্রকাশ সময় January 9, 2016, 8:20 PM
No comments:
Post a Comment