Monday, January 4, 2016

বাংলাদেশের সঙ্গে ভারতের অসম সীমান্ত সিল করে দেয়া হবে: রাজনাথ সিং


ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

৩ জানুয়ারি, ২০১৬ (রেডিও তেহরান) : ভারতের অসম রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ (রোববার) দুই দিনের জন্য অসম সফরে এসে রাজনাথ একথা জানান।

তিনি আজ অসমের করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে স্টিমার ঘাট বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করে বলেন, ‘২০১৬ সালের মধ্যে এই সীমান্ত সম্পূর্ণভাবে সীল করে দেয়া হবে। আগেই এই সীমান্ত সীল করে দেয়া উচিত ছিল। কিন্তু এই কাজ এবার সম্পূর্ণ করা হবে।’


স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আজ কেন্দ্রীয় ক্রীড়া ও যুব দফতরের প্রতিমন্ত্রী সর্বানন্দ সনোয়ালও উপস্থিত ছিলেন। আজ সীমান্ত পরিদর্শনের সময় বিজেপির স্থানীয় নেতার পাশাপাশি অল অসম স্টুডেন্টস ইউনিয়ন বা ‘আসু’ নেতা সমুজ্জ্বল ভট্টাচার্য, দীপাঙ্ক নাথ, লরিনজ্যোতি গগৈ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজনাথ সিং আগামীকাল সোমবার আসু প্রতিনিধি দলের সঙ্গে ভারত-বাংলাদেশ সীমান্তের ধুবড়ি সেক্টর পরিদর্শন করবেন। এখানে তিনি এক সমাবেশে বক্তব্যও রাখবেন। ‘আসু’ প্রেসিডেন্ট দীপাঙ্ক নাথ জানান, ‘আমরা রাজনাথ সিংকে করিমগঞ্জ জেলায় খোলা আন্তর্জাতিক সীমান্ত দেখিয়েছি। উনি আমাদের আশ্বাস দিয়েছেন চলতি বছরের মধ্যেই সীমান্ত সীল করে দেয়া হবে।’ দীপাঙ্ক নাথ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জানিয়েছেন, যে বিষয় নিয়ে গত বছর নভেম্বরে সীমান্ত সীল করতে গিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং তা শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।’

সূত্রে প্রকাশ, রাজ্য বিজেপি’র ভাইস প্রেসিডেন্ট মিশনরঞ্জন দাস স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে করিমগঞ্জ শহরে সাড়ে তিন কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর কাজে বিজিবির বাধা দেয়ার ফলে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই বিষয়ে আলোচনা করবেন।


No comments:

Post a Comment