Tuesday, March 31, 2015

পার্বত্য চুক্তিতে বৈষম্যের শিকার বাঙালি জনগোষ্ঠী



সৈয়দ ইবনে রহমত ::

দীর্ঘ প্রায় তিন দশকের বিচ্ছিন্নতাবাদি রক্তক্ষয়ী আন্দোলন দমানোর লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তিটিকে এর দু’পক্ষ তথা জনসংহতি সমিতি এবং আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তি হিসেবে আখ্যায়িত করে জোর প্রচার চালায়। তাদের এই প্রচারে যুক্ত হয় তাদেরই অনুগত এবং সহমত পোষণকারী কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র  রাজনৈতিক দল।

Saturday, March 28, 2015

পার্বত্য সংকট ও রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রসঙ্গ



 সৈয়দ ইবনে রহমত
গত ১৮ মার্চ ২০১৫ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দ্রুত রাঙ্গামাটি মেডিকেল কলেজে ক্লাস শুরুর নির্দেশ দেন। একই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, রাঙ্গামাটি মেডিকেল কলেজের পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির (জেএসএস) একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। এবং ভবিষ্যতে শিক্ষার্থী ভর্তির সময় উপজাতি কোটা বাড়ানো হবে।
বিভিন্ন গণমাধ্যমে ওই সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ প্রকাশের পরদিন রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত স্থগিত রেখে ওই মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বণ্টন করে দেয়ার জন্য দাবি জানিয়ে পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার একটি প্রেসবিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
এর আগেও (গত ২৩ ফেব্রুয়ারি ২০১৫) স্বাস্থ্যমন্ত্রী দ্রুত রাঙ্গামাটি মেডিকেল কলেজের ক্লাস শুরুর উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছিলেন।