Thursday, June 9, 2016

পার্বত্য চুক্তিতে জাতিগত বৈষম্যসমূহ



সৈয়দ ইবনে রহমত ::


দীর্ঘ প্রায় তিন দশকের বিচ্ছিন্নতাবাদি রক্তক্ষয়ী আন্দোলন দমানোর লক্ষ্যে তৎকালীন আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তিটিকে এর দু’পক্ষ তথা জনসংহতি সমিতি এবং আওয়ামী লীগ সরকার শান্তিচুক্তি হিসেবে আখ্যায়িত করে জোর প্রচার চালায়। তাদের এই প্রচারে যুক্ত হয় তাদেরই অনুগত এবং সহমত পোষণকারী কতিপয় ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দল। অন্যদিকে তৎকালীন বিরোধী দল বিএনপি (যদিও পরে ক্ষমতায় এসে তাদের অবস্থান পরিবর্তন করে) এবং সমমনা রাজনৈতিক দল, পার্বত্যবাসী বাঙালিসহ সারা দেশের সাধারণ জনগণ এই পার্বত্য চুক্তিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে কালো চুক্তি হিসেবে আখ্যায়িত করে।

Monday, May 30, 2016

ভূষণছড়া গণহত্যা পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম হত্যাকাণ্ড

সৈয়দ ইবনে রহমত ::

৩১ মে, ভূষণছড়া গণহত্যা দিবস। পার্বত্য চট্টগ্রামে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ এবং  ভয়াবহ হত্যাকাণ্ডটি হচ্ছে ভূষণছড়া গণহত্যা। ১৯৮৪ সালের এই দিনে রাঙামাটি জেলার বরকল উপজেলার
ভূষণছড়া ও তার পার্শ্ববর্তী এলাকার বাঙ্গালীরা এই নির্মম গণহত্যার শিকার হন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) -এর অঙ্গ সংগঠন শান্তিবাহিনীর হাতে অসংখ্যবার পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা গণহত্যার শিকার হয়েছে।

মায়ানমারে ঢুকে দুর্ভেদ্য জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতের, হত অন্তত ৮


জঙ্গি ঘাঁটি ভাঙতে মায়ানমারে ঢুকে পড়ল ভারতীয় বাহিনী। গভীর জঙ্গলে ভারতের এই দুঃসাহসিক অভিযানে অন্তত ৮ জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রের খবর। আরও ১৮ জন জঙ্গিকে গ্রেফতার করে মায়ানমার সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। নির্দিষ্ট পদ্ধতি মেনে তাদের ভারতে আনা হবে।

Tuesday, May 17, 2016

প্রধানমন্ত্রীর বক্তব্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে



♦ সৈয়দ ইবনে রহমত ♦

সম্প্রতি রাজধানীর বেইলীরোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি যা বলেছেন তার কিছু বিষয় নিয়ে তোলপাড় চলছে। জনমনে সৃষ্টি হয়েছে পার্বত্য চুক্তি নিয়ে বিভ্রান্তি এবং বাড়ছে উদ্বেগ। ওই দিন প্রধানমন্ত্রী বলেন, ‘চারটি ব্রিগেড ছাড়া পার্বত্য চট্টগ্রাম থেকে বাকি সব সেনা ক্যাম্প প্রত্যাহার করা হবে।’ অথচ, ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক চুক্তিতে পার্বত্য চট্টগ্রামে ছয়টি স্থায়ী সেনাক্যাম্প থাকার কথা রয়েছে।

Friday, May 13, 2016

চীনের সঙ্গে উলফার সামরিক যোগাযোগ, ভারতের ঘুম হারাম



উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসামকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম বা উলফার (স্বাধীন) সঙ্গে চীনের সামরিক যোগাযোগ স্থাপন হয়েছে। এ কারণে ভারতের গোয়েন্দাদের ঘুম হারাম হয়ে গেছে।

১৩ মে ২০১৬ শুক্রবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ এ খবর দিয়েছে।

Tuesday, February 16, 2016

ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংস্কৃতির সমীক্ষা

আজিজুল পারভেজ : দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের জন্য দেশব্যাপী চলছে সমীক্ষা। এ সমীক্ষা থেকে ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর অবস্থান ও সংখ্যার তথ্য যেমন মিলবে, তেমনি জানা যাবে ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের নানামাত্রিক তথ্য। ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই ‘বাংলাদেশের নৃ-ভাষাবৈজ্ঞানিক সমীক্ষা’ পরিচালনা করছে।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের প্রেক্ষাপটে স্থাপিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ২০১০ সালে যাত্রা শুরুর পর এটিই তাদের ব্যাপকভিত্তিক কার্যক্রম। ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক জীনাত ইমতিয়াজ আলী এ ব্যাপারে বলেন, ক্ষুদ্র জাতি-গোষ্ঠীর ভাষা সংরক্ষণ মাতৃভাষা ইনস্টিটিউটের একটি অন্যতম কাজ। এ জন্য বাংলাদেশে কী কী ভাষা রয়েছে, সেসব ভাষায় কী পরিমাণ মানুষ কথা বলে—এই সংক্রান্ত তথ্য জানাটা জরুরি। এসব তথ্য সংগ্রহের জন্যই একটি সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। সমীক্ষার তথ্যানুসারে হুমকির মুখে থাকা ভাষা সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Wednesday, January 20, 2016

পার্বত্য অঞ্চলের গাছ লুটে জড়িত বন বিভাগ


ফসিহ উদ্দীন মাহতাব : পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলের গাছ ও অন্যান্য সম্পদ লুটপাটে স্থানীয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা জড়িত বলে অভিযোগ করেছে সশস্ত্র বাহিনী বোর্ড। সম্প্রতি সচিবালয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় ওই অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী সমকালকে বলেন, সভায় উত্থাপিত প্রতিবেদনটি সঠিক নয়। কারণ, পুরো পার্বত্য এলাকা নিয়ন্ত্রণ করে পার্বত্য প্রশাসন। তা ছাড়া জোত পারমিটের গাছ, জোত থেকে কাটা গাছ পরিবহন, ডিপোতে স্থানান্তর ও চলাচলের জন্য বন বিভাগের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ক্যাম্প এবং জেলা-উপজেলা প্রশাসনের অনুমোদন নিতে হয়।

Monday, January 11, 2016

রাঙ্গামাটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার আন্দোলন এবং মনির হত্যার এক বছর

২০১৫ সাল ১০ জানুয়ারি রাঙামাটি মেডিকেল কলেজ উদ্বোধনের সময় সমবেত ছাত্র ও যুব সমাজের সাথে মিছিলে সমিল হন মনির হোসেন। কিন্তু মেডিকেল কলেজ বিরোধীদের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তবে এই হত্যার কোনো বিচার হয়নি।

Saturday, January 9, 2016

রাঙামাটির ক্রিড়া অঙ্গনে সেনাবাহিনী বিরাট ভূমিকা রাখছে- সন্তু লারমা


স্টাফ রিপোর্টার:
রাঙামাটির ক্রিড়া অঙ্গনে সেনাবাহিনী বিরাট ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। তাই পার্বত্যাঞ্চলের মানুষের মধ্যে হতাশা বঞ্চনা রয়েছে। তবে চুক্তি বাস্তবায়নের হতাশা ক্রিড়া অঙ্গনে পরতে দেওয়া যাবে না।(৯ জানুয়ারি ২০১৬) শনিবার বিকাল ৩টায় রাঙামাটি রিজিয়নের পৃষ্ঠপোষকতায় চিংহ্লা মং চৌধূরী মারী স্টেডিয়ামে আয়োজিত রিজিয়ন কাপ বিজয় দিবস টি-২০ উন্মক্ত ক্রিকেট টুর্ণামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সন্তু লারমা এসব কথা বলেন।

Friday, January 8, 2016

শান্তিচুক্তি


পার্বত্য শান্তিচুক্তিবাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় বাংলাদেশের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল আনুগত্য রাখিয়া পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও অর্থনৈতিক অধিকার সমুন্নত এবং আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং বাংলাদেশের সকল নাগরিকের স্ব-স্ব অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তরফ হইতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার অধিবাসীদের পক্ষ হইতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নিম্নে বর্ণিত চারি খন্ড (ক, খ, গ, ঘ) সম্বলিত চুক্তিতে উপনীত হইলেন:

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত : পার্বত্যাঞ্চলে স্থায়ী বাসিন্দা সনদ জেলা প্রশাসক ও সার্কেল চিফ উভয়ই দিতে পারবেন


স্টাফ রিপোর্টার: তিন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা সনদ জেলা প্রশাসক ও সার্কেল চিফ উভয়ই দিতে পারবেন। পার্বত্য চট্টগ্রামের তিন জেলার স্থায়ী বাসিন্দা সনদ প্রদানকারী কর্তৃপক্ষ নির্ধারণে আইন মন্ত্রণালয়ের ডাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ৭ জানুয়ারি ২০১৬ইং বৃহস্পতিবার বিকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও পার্লামেন্ট বিষয়ক সচিব মো. শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্ম সচিব, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব,

তিন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা সনদ প্রদানকারী কর্তৃৃপক্ষ নির্ধারণে বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক

স্টাফ রিপোর্টার : তিন পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা নির্ধারণী সার্টিফিকেট কে দেবেন তা নির্ধারণে ৭ জানুয়ারি ২০১৬ বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আহ্বানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আহবান করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর মন্ত্রণালয়ে এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সময় স্বল্পতার কারণে ১৭ ডিসেম্বর বৈঠকটি স্থগিত করা হয়। গত ২৭ ডিসেম্বর বৈঠকটি পুণরায় আহ্বান করা হয়।

Monday, January 4, 2016

বাংলাদেশের সঙ্গে ভারতের অসম সীমান্ত সিল করে দেয়া হবে: রাজনাথ সিং


ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং

৩ জানুয়ারি, ২০১৬ (রেডিও তেহরান) : ভারতের অসম রাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আজ (রোববার) দুই দিনের জন্য অসম সফরে এসে রাজনাথ একথা জানান।

তিনি আজ অসমের করিমগঞ্জ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তে স্টিমার ঘাট বর্ডার আউটপোস্ট এলাকা পরিদর্শন করে বলেন, ‘২০১৬ সালের মধ্যে এই সীমান্ত সম্পূর্ণভাবে সীল করে দেয়া হবে। আগেই এই সীমান্ত সীল করে দেয়া উচিত ছিল। কিন্তু এই কাজ এবার সম্পূর্ণ করা হবে।’

পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতির সুবিধা নিচ্ছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা- মানিক সরকার

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার
এখনও বাংলাদেশের ভেতরে বিদ্যমান রয়েছে ভারতীয় সন্ত্রাসীদের ক্যাম্প। এ অভিযোগ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, আমরা জানি যে, এখনও প্রতিবেশী বাংলাদেশে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গিদের (মিলিট্যান্টস) ১৬ থেকে ১৯টি ক্যাম্প রয়েছে। তবে বাংলাদেশের বর্তমান সরকার সেখানে এদেরকে উৎসাহিত করে না। উল্টো তারা পদক্ষেপ নিচ্ছে, যাতে এসব সন্ত্রাসী বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়।  এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। এতে বলা হয়, আগরতলায় গতকাল (৩ জানুয়ারি ২০১৬) এ বছরের পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন মানিক সরকার। এখানে তিনি আরও বলেন, সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে