Thursday, October 29, 2015

বাংলাদেশের ব্যাপারে উত্তর-পূর্ব ভারতের 'মাইন্ডসেট' পরিবর্তন দরকার- অধ্যাপক সঞ্জয় হাজারিকা



অধ্যাপক সঞ্জয় হাজারিকা নয়াদিলি্লভিত্তিক বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়ার সেন্টার ফর নর্থ-ইস্ট স্টাডিজ অ্যান্ড পলিসি রিসার্চের পরিচালক হিসেবে ২০০৯ সাল থেকে এবং ম্যানেজিং ট্রাস্টি হিসেবে ২০০০ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৮১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নিউইয়র্ক টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরোতে সাংবাদিকতা করেছেন। অধ্যাপক হাজারিকা নীতি বিশ্লেষক ও তথ্যচিত্র নির্মাতা হিসেবেও সুপরিচিত। এ ছাড়া তিনি সানডে গার্ডিয়ানের পরামর্শক সম্পাদক এবং ডাউন টু আর্থ ম্যাগাজিনের প্রকাশক সোসাইটি ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান।  সাক্ষাৎকার গ্রহণ: শেখ রোকন